এনএফবি, কোলাঘাটঃ
চলে গেলেন সুরের সরস্বতী সুরসম্রাজ্ঞী সুরের রানী লতা মঙ্গেশকর। তামাম হিন্দুস্তান ছাড়িয়ে সারা বিশ্বের ভারতীয় সঙ্গীতের শ্রোতা অনুরাগীরা আজ শোকাচ্ছন্ন। সারা দেশের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটেও আজ সকালে লতা মঙ্গেশকরের প্রয়াণ সংবাদে সঙ্গীত প্রেমী থেকে সর্ব সাধারণের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুনঃ প্রয়াত লতা মঙ্গেশকর (১৯২৯-২০২২)
কোলাঘাট নতুন বাজারে একটি স্বেচ্ছা সেবী সংস্থার উদ্যোগে বহু মানুষ একত্রিত হন। এরপর প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতি ফুল ও চন্দনে সাজিয়ে ধূপ জালিয়ে সুর সম্রাজ্ঞীর অমর আত্মার শান্তি কামনা করা হয়। সমবেত মানুষ জনের সাথে পথ চলতি বহু মানুষ ফুল দিয়ে ধূপ মোমবাতি জ্বেলে তাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করেন। আবহ সঙ্গীতে ছিল তাঁর অবিস্মরণীয় সব সঙ্গীতের আয়োজন। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। আয়োজকদের পক্ষে জানানো হয় তারা খুব শীঘ্রই এলাকায় যারা সঙ্গীত চর্চা করেন তাদের নিয়ে লতা মঙ্গেশকরের গানে ও কথায় তাঁকে স্মরণ করবেন।
আরও পড়ুনঃ সুর সম্রাজ্ঞীর স্মরণে দু’দিনের রাষ্ট্রীয় শোক, রাজ্যে অর্ধ দিবস ছুটি