ক্রীড়া

নবীনের সঙ্গে সাক্ষাৎ সৌরভের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কটকের বারাবতী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছে ভারত। সেখানে গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী (BCCI President Sourav Ganguly) । ম্যাচ শুরু হওয়ার আগে ভুবনেশ্বরে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Odisha Chief Minister Naveen Patnaik)-এর সঙ্গে দেখা করেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। যদিও এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানা গিয়েছে।

গত কয়েক বছরে খেলায় উল্লেখযোগ্য উন্নতি করেছে ওড়িশা। ক্রীড়া পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে সেখানকার সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রীকে স্বয়ং ক্রীড়াবিদদের উৎসাহিত করতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই হকি, ফুটবল, অ্যাথলেটিক (Hockey, Football, Athletics) -এর মতো খেলাগুলিতে অনেক উন্নতি করেছে ওড়িশা।

এদিন ভুবনেশ্বরে নবীন পট্টনায়কের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সৌরভ গাঙ্গুলী। তাঁর সঙ্গে ছিলেন ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান সঞ্জয় বেহেরা ও দেবাশীষ মহান্তি। সৌরভকে ভারতের হকি দলের জার্সি উপহার দেন নবীন পট্টনায়ক। প্রসঙ্গত ভারতীয় জাতীয় হকি দলের স্পনসর ওড়িশা।