এনএফবি, বিনোদন ডেস্কঃ
নারীর জীবন ও যন্ত্রণাকে বিষয় নির্মিত সিনেমা ‘সেভ দ্য মাদার্স’ মুক্তি পেল ৩ মার্চ। দেড় ঘন্টার পূর্ণ কাহিনির এই সিনেমা রহস্য রোমাঞ্চ পূর্ণ বলেই দাবি নির্মাতাদের। সিনেমাটি নিবেদন করেছে ইন্ডি’জ এন্টারটেনমেন্ট, প্রযোজনায় ইন্দ্রানী সাহা ও পরিচালনায় শুভেন্দু দাস।
রবিবার নাগেরবাজারের একটি বিলাসবহুল প্রেক্ষাগৃহে ছবির কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালক শুভেন্দু দাস জানান, নারী জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৈরী করা হয়েছে এর কাহিনীচিত্র। একইসঙ্গে এই ছবিতে মনোজগতের নানান দিকেরও সন্ধান পাবে দর্শকগণ।
অপরদিকে কাহিনীচিত্রের প্রযোজক তথা অন্যতম নায়িকা ইন্দ্রানী সাহা জানিয়েছেন, এই কাহিনীর পরতে পরতে আছে উত্তেজনা। আজকের দিনের সংসারে নারীকে অহরহ কিরকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় এই ছবিতে তাই ফুটে উঠেছে জীবন্তভাবে। এই আধুনিক দুনিয়াতে একজন একক মহিলাকে যে কিরকম দুঃসহ যন্ত্রণার মুখোমুখি হতে হয়, এই চলচ্চিত্র তারই জীবন্ত দলিল।
ছবির অন্যান্য অভিনেতাদের মতে দীঘদিন লকডাউনের পর দর্শকের কাছে এ ছবি হবে এক নতুন ধরণের উপহার।