এনএফবি, কলকাতাঃ
অবশেষে রাজ্যে খুলছে স্কুল। সোমবার নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে শিক্ষাঙ্গনের দরজা। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয় চালু থাকবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে স্কুলে।
এ দিনের সাংবাদিক সম্মলেন থেকে বেশ কিছুক্ষেত্রে ছাড় দিয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । বেঙ্গালুরু- কলকাতা উড়ানে আগের মতোই কড়াকড়ি থাকছে। এবার থেকে দিল্লি, মুম্বই উড়ান চলবে সপ্তাহে সাত দিনই। রেস্তোরাঁ, পানশালা, সুইমিংপুল, অডিটোরিয়াম, সিনেমা হলে ৭৫ শতাংশ প্রবেশে ছাড়পত্র দেওয়া হল। রাজনৈতিক, সংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হল।খুলে যাচ্ছে পর্যটনকেন্দ্র গুলিও।