স্থানীয়

বেলপাহাড়ির কুলডিহাতে বরযাত্রীদের গাড়ি উল্টে আহত একাধিক

এনএফবি, ঝাড়গ্রামঃ

রবিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বেলপাহাড়ি থানার কুলডিহা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার পিন্ডরা গ্রাম থেকে বরযাত্রীদের নিয়ে ওই গ্রামের এক আদিবাসী যুবক বেলপাহাড়ি থানার ছেদাপাথর গ্রামে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। বিয়ে বাড়িতে যাওয়ার আগেই বেলপাহাড়ি থানার কুলডিহা এলাকায় বরযাত্রীদের নিয়ে যাওয়া গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়। যার ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারের কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বেলপাহাড়ি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় প্রায় কুড়ি জনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ আটক করেছে। তবে তার চালক পলাতক। কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য বেলপাহাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।ওই ঘটনার পর বিয়ের বাড়ির আনন্দ মুহূর্তের মধ্যে নিরানন্দে পরিণত হয়ে যায়। কনের বাড়িতে যেমন অন্ধকারের কালো মেঘ নেমে আসে। তেমনি বরের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তবে বর অন্য গাড়িতে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। বরযাত্রীদের গাড়িতে প্রায় ৭০ জন ছিল বলে আহত বারি মুর্মু জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে কুলডিহা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় বাসিন্দারা ছুটে আসায় গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়।