এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
অনুষ্ঠানবাড়ির প্রসাদ খেয়ে অসুস্থ হল গ্রামের একাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দাঁতন দুই নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর এলাকায়। অসুস্থ একাধিক জনের মধ্যে প্রায় সাত থেকে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামে থাকা বাকি অসুস্থ ব্যক্তিদের দেখতে ইতিমধ্যে দশ বারো জনের স্থানীয় খডুরুই গ্রামীণ হাসপাতালের দুটি চিকিৎসক দল উপস্থিত হয়েছে। তারা অসুস্থদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছেন। ঘটনায় জানা যায়, দাঁতন দুই নম্বর ব্লকের উত্তর শ্যামসুন্দরপুর গ্রামে ননী গোপাল দাস নামে একজনের বাড়িতে হরি মঞ্চের প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামের মানুষদের খাবারের আয়োজন করা হয়। আর ঐ খাবারে কোনো কারণে বিষক্রিয়া হয়েছে বলে মনে করছেন পরিবারের লোকজন ও উপস্থিত চিকিৎসক দল। তার ফলেই ঘটে যায় এই বিপত্তি।
জানা যায়, প্রায় কুড়ি জন ব্যক্তি এখনও পর্যন্ত অসুস্থ রয়েছেন। যাদের মধ্যে সাত থেকে আট জনকে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আর বাকি অসুস্থ ব্যক্তিদের কারও জ্বর, কারোর বমি, কারোর পেট খারাপের উপসর্গ দেখা দিয়েছে। ফলে গ্রামেও হাজির হয়েছে স্থানীয় চিকিৎসক দল। তারা চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওষুধও বিলি করছেন।