অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের বিরুদ্ধে সরব হলেন রবি শাস্ত্রী। তাকে অন্যায় ভাবে বোর্ড কর্তারা বের করে দেন বলে অভিযোগ করেন শাস্ত্রী। এদিন শাস্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, “আমাকে কোচের পদ থেকে সরানো হল, তার থেকে কষ্টকর আর কিছু হতে পারে না। বিসিসিআইয়ের এক কথায় কোচ হতে রাজি হয়ে গিয়েছিলাম। তারপর পুরো প্রক্রিয়াটা অন্য ভাবে করতে পারত। বলতেই পারত, দেখ! তোমাকে আর চাইছি না আমরা। তোমাকে পছন্দ নয়। অন্য কাউকে চাইছি আমরা।” যদিও শাস্ত্রী যাওয়ার আগে বলেছিলেন, তিনি নিজেই কোচ থাকতে চাইছেন না।