বনধ নয় অবরোধ তোলার কথা বলেছে শুভেন্দু- জানালেন সুকান্ত

সুকান্ত মজুমদার

এনএফবি, বালুরঘাটঃ

রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিজে বিজেপি করা সত্ত্বেও তার দলের ডাকা বনধ জনগনের অসুবিধে হচ্ছে জেনে বনধ উঠিয়ে নেওয়ার আবেদন জানালেও রাজ্য বিজেপি সভাপতি তাতে সম্মত নয়।

আজ বিকেলে বালুরঘাটে দলীয় কার্যালয়ে ডাকা এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি শুভেন্দু বাবুর সাথে এই নিয়ে কথা হয়েছে ৷ তিনি বনধ প্রত্যাহারের কথা কখনোই বলেননি ৷ অবরোধের ফলে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছিল তাই অবরোধ তুলে নেওয়ার কথাই শুভেন্দু অধিকারী বলেছেন ৷

সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন, তারা জানতেন তাদের ডাকা আচমকা এই বনধে মানুষকে কিছুটা অসুবিধের মধ্যে পড়তে হবে। কিন্তু তার জন্য তারা সাধারণ মানুষের কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ জানে ভোটে যে হারে বিশৃঙ্খলা হয়েছে সে নিয়ে তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়ে বনধ না ডাকলে এই প্রহসনের ভোট নিয়ে প্রতিবাদ জানানোর কোন মানেই হতো না।

আজকের সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি সারা রাজ্যের বনধের পরিপ্রেক্ষিতে তাদের নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি তার নিজস্ব এই জেলায় পুলিশ প্রশাসন কি ভাবে অত্যাচার চালিয়েছে তার কথা জানিয়ে পুলিশ প্রশাসনকে এক প্রকার কাঠগড়ায় দাঁড় করাতে কোন কসুর করেন নি। এমনকি গতকাল বালুরঘাটে তিনি নিজে তৃণমূল আশ্রিত বাইক বাহিনীকে সরিয়ে দিতে পথে নেমেছিলেন ৷ পুলিশ তার নামেও এই নিয়ে নাকি দুটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷

এছাড়াও আজকের সাংবাদিকদের বৈঠকে বিভিন্ন প্রশ্নের করা উত্তরে বলেন উচ্চ আদালত বেকারদের বঞ্চিত করে শিক্ষা ক্ষেত্রে তৃণমূল নিজেদের লোক নিয়োগ করার তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিক না কেন, এই সরকার তা ধামা চাপা দেবার জন্য জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় নামি দামি আইনজীবি নিয়োগ করে সরকারি পয়সার অপচয় করে চলেছে।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য তোলা হচ্ছে আনিসের দেহ

পাশাপাশি আনিস খানের তদন্ত নিয়ে মন্তব্য করতে গিয়ে সুকান্ত বাবু বলেন তারা চান নিরেপেক্ষ তদন্ত হোক। আর এর জন্য সিবি আই তদন্তরই তারা দাবি জানাচ্ছেন।

অপর একটি প্রশ্নে নির্বাচন কমিশনের প্রধান রাজ্যপালের ডাক পেয়ে তার সাথে দেখা করতে যাওয়াটা মন্দের ভাল বলেই তিনি জানান ৷ এটিকে প্রয়োজন মনে করেছেন বলেই রাজ্যপাল তাকে ডেকেছেন বলেও সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি ।