জেলা

তাপসের পাশে শুভেন্দু

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদান করার পর সারা রাজ্যের রাজনীতির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা খবরের শিরোনামে এসেছে, যার মধ্যে বারেবারেই জেলার পটাশপুরের নাম উঠেছে রাজনৈতিক তরজায়। চলতি মাসে প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার তাপস মাঝির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়ি আসেন বিরোধী নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

তাপস মাঝি

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু নিশানা করেন শাসক দলকে। তিনি বলেন, “এক সময় তৃণমূল এই এলাকায় সাইনবোর্ড হয়েছিল, তখন এই তাপস মাঝির মত ব্যক্তিরা তৃণমূল দলের জন্য বহু কিছু করেছেন। কিন্তু বর্তমানে যেসব নতুন নেতারা এসেছেন তারা কার্যত বসিয়ে দিয়েছেন এইসব নেতাদের। আগামী দিনে আবার তৃণমূল সাইনবোর্ড হয়ে যাবে।” পাশাপাশি তাপস মাঝির বক্তব্যে দলের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী আমার রাজনৈতিক গুরুদেব, আমি যখন আক্রান্ত হই কিছু তৃণমূল নেতা খবর নিলেও শুভেন্দু বাবু প্রথম খবর নিয়েছেন। আর কিছু দলীয় নেতা পদের ভয়ে আমার সঙ্গে দেখা শুদ্ধ করেনি।” তাপস মাঝি কী বিজেপি দলে যুক্ত হবে? উত্তরে তিনি বলেন, “আগামী দিনে কি হবে তা আগামী দিনই বলবে।”