শিক্ষা দফতরের সভাতে নিগৃহীত বিদ্যালয় পরিদর্শক, অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে

এনএফবি, মুর্শিদাবাদঃ

শিক্ষা দফতরের সভাতেই বিদ্যালয় পরিদর্শককে হেনস্থার অভিযোগ। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে।

জানা গেছে, শুক্রবার বিকেলে বিডিও অফিসের সভাকক্ষে শিক্ষা দফতরের ক্রীড়া কমিটির সভাতে পঞ্চায়েত সমিতির সভাপতির সামনে বিদ্যালয় পরিদর্শককে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। আক্রান্ত ধুলিয়ান চক্রের বিদ্যালয় পরিদর্শক হোসনেয়ারা খাতুন।

হোসনেয়ারা খাতুন, বিদ্যালয় পরিদর্শক

অভিযোগ, শিক্ষা দফতরের ডাকা এই সভায় স্থানীয় তৃণমূল নেতারা যাদের সভাতে থাকার কথা না তারা এসে হাজির হন। সেই সময় হোসেনেয়ারা খাতুন মোবাইলে ছবি তুলতে গেলে, অভিযোগকারী বিদ্যালয় পরিদর্শকের মোবাইল কেড়ে নেওয়াকে কেন্দ্র করে ধ্বস্তাধস্তি শুরু হয়। এমনকি তাকে মারধোর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও কৃষি কর্মাধ্যক্ষ-সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

যদিও অভিযুক্তরা মারধোরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে।

অঞ্জুমারা খাতুন, শিক্ষা কর্মাধ্যক্ষ