জেলা

রেলের নোটিশে উদ্বিগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা

এনএফবি, আলিপুরদুয়ারঃ

রেলের নোটিশে উদ্বিগ্ন আলিপুরদুয়ার জংশনের কয়েক হাজার ব্যবসায়ী। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জংশনে ব্যবসায়ীদের সম্প্রতি রেল একটি নোটিশ জারি করেছে। এই নোটিশে রেলের জায়গায় ব্যবসা করা ব্যবসায়ীদের লিজ নবীকরনের জন্য অনলাইনে টেন্ডার ফর্ম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অনলাইন প্রক্রিয়ায় বকেয়া সব টাকা মিটিয়ে দিয়ে নতুন করে লিজ নবীকরন করার কথা বলা হয়েছে। আর এতেই আতংকিত হয়ে পরেছেন আলিপুরদুয়ার জংশনের রেল এলাকার ব্যবসায়ীরা। এই বিষয়টি নিয়ে তারা আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার সাথে দেখা করে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন।

এদিকে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দীলিপ কুমার সিং বলেন, “ ব্যবসায়ীদের সব বকেয়া মিটিয়ে দিয়ে তার পর টেন্ডারে অংশ গ্রহন করতে হবে। তার পরেই আমরা কোনও আলোচনা করতে পারি।“