ইডেন এসেও মনোনয়ন জমা দিলেন না সৌরভ

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

শনিবার ইডেনে এলেও সিএবি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিন সন্ধ্যা ৬টায় সিএবি-তে আসেন মহারাজ। তবে বিকাল ৫ টায় যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় তাই দিলেন না। আগামী রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সেদিনই মনোনয়ন দেবেন সৌরভ-সহ বাকি কর্তারা। দীর্ঘক্ষণ বৈঠক করলেন নিজের ঘরে বসে। আপাতত যা খবর সিলেকশন হবে সিএবি-তে। সৌরভ সভাপতি পদে দাঁড়াবেন, কোষাধ্যক্ষ তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, প্রবীর চক্রবর্তী, সহ সভাপতি বিশ্ব মজুমদার।

এ দিন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভ বলেন, এটা আর একটা ম্যাচ যেখানে চাপ থাকে। এশিয়া কাপে হেরেছিল সেটা অতীত, বড় মাঠে স্পিনাররা ফ্যাক্টর হতে পারে। পাকিস্তানের শাহীন আফ্রিদি গত বিশ্বকাপে ভারতের ব্যাটিংকে উড়িয়ে দেন। এবারও কি শাহীন ফ্যাক্টর সৌরভ জানাচ্ছেন, একদিন আউট হয় একদিন ভালো খেলে দেখা যাক কী হয়। এছাড়া সৌরভ জানিয়ে গেলেন সিএবি নির্বাচনে সভাপতি পদে তিনি মনোনয়ন দেবেন।