অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড এর সভাপতি হলেও তাকে ভারতের অন্যতম সেরা অধিনায়কদের মধ্যেই দেখা হয়। সেই কারণে সৌরভ যেখানে যাবেন ক্রিকেট প্রসঙ্গ ঘুরে ফিরে চলে আসেই। ইদানিং ভারতীয় দলের প্রধান উইকেটকিপার ঋষভ পন্থ অফ ফর্ম এর মধ্যে যাচ্ছেন। ব্যাটে যেমন রান নেই তেমনই আই পিএলে স্ট্যাম্প মিস করা থেকে ভুল ডি আর এস নেওয়া পন্থ এর খেলায় চোখে পড়ছে। আর তখনই ঘনীভূত হচ্ছে মহেন্দ্র সিং ধোনির অভাব। এদিন সৌরভ কলকাতায় এক অনুষ্ঠানে জানালেন, খুব অযৌক্তিক কাজ হবে যদি ধোনির সঙ্গে পন্থ এর তুলনা করা হয়। আই পিএল আর ভারতের ম্যাচ মিলিয়ে ৫০০ ম্যাচের অভিজ্ঞতা আছে ওর। ক্রিকেটে এই জিনিস গুলো চলতেই থাকে চিন্তার কোনো কারণই নেই।’ বরাবরের মতোই ভারতের দুই সিনিয়র অফ ফর্মের বিরাট কোহলি আর রোহিত শর্মার পাশে থাকলেন তিনি। সৌরভ জানাচ্ছেন, “ওরা বড়ো প্লেয়ার। ভারতের হয়ে এতো ম্যাচ খেলেছে। এতো ম্যাচ জিতিয়েছে চিন্তার কারণ নেই। আর বিরাট তো আরসিবি র হয়ে গ্রুপের শেষ ম্যাচে দরকারের সময়ে গুরুত্বপূর্ণ ম্যাচ দলকে জেতালো।’চলতি আইপিএলে তরুণ প্রতিভাদের নিয়ে তিনি জানালেন, গুজরাতে রাহুল ত্রিপাঠি ভাল খেলেছে। সবথেকে ভালো খবর অনেক জোরে বোলার উঠে এসেছে উমরান মালিক,মহশিন খান, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ। বুমরাহ তো আগের থেকেই তারকা। প্রত্যেক বছর আইপিএল নতুন তারকা জন্ম দেয়। এবারও সেটাই হলো। একইসঙ্গে সৌরভ জানাচ্ছেন “রবিবার আহমেদাবাদে আইপিএল ফাইনালে এ আর রহমান, রণবীর সিং দের পারফরমেন্স করতে দেখা যাবে।”