এনএফবি, কলকাতাঃ
ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার। ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। আজ তার ৮০ তম প্রয়াণ দিবস।
এই উপলক্ষে ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, দেশের লড়াইয়ে পিছিয়ে নেই মহিলারাও। সেই পথ দেখিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ দুর্গাপূজাকে রাজনৈতিক আঙিনায় প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরণের রাজনৈতিক সংস্কৃতি মোটেই কাম্য নয়।