এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
আইএফএ ডিসিপ্লিনারি কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার। প্রিমিয়ার ডিভিশনের এএসওএস রেনবো বনাম পুলিশ এসি’র ম্যাচে রেফারির সঙ্গে অভব্য আচরণের জন্য এএসওএস রেনবো অ্যাথলেটিক ক্লাবের টিডি দেবজিত ঘোষকে এক বছরের জন্য সাসপেন্ড করা হল এবং একই সঙ্গে একলক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়সীমা এক মাসের মধ্যে জরিমানা না দিলে সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি পেয়ে দু’বছর হবে। নার্সারি লিগের দল মহেশতলা ফুটবল অ্যান্ড স্পোর্টস লাভারস ফোরামকে মাঠে ঢুকে মারামারি করার অপরাধে প্রতিযোগিতা থেকে এবারের মত বহিষ্কার করা হয়েছে। নার্সারি লীগেরই বিজয়গড় ফুটবল ট্রেনিং সেন্টারেএ এক খেলোয়াড় ও কোচকে বয়স ভাঁড়ানোর জন্য সাসপেন্ড করা হল।
ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের সঙ্গে আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধক্ষ্য দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস-সহ সচিব সুফল রঞ্জন গিরি এবং নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।