এনএফবি, মুর্শিদাবাদঃ
তরুণের কাঁধেই এল জেলার দায়িত্ব। সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক নির্বাচিত হলেন ছাত্র-যুব নেতা জামির মোল্লা। বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত দুদিনের সিপিআইএমের ২৩ তম জেলা সম্মেলন শেষ হলো বুধবার। জেলা সম্মেলন শেষে সম্পাদক পদে এদিন নির্বাচিত হলেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক। মঙ্গলবার জেলা সম্মেলনের উদ্বোধন করেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আজ ঘোষিত হয় জেলার নয়া কমিটি। ঘোষিত হয় নতুন জেলা সম্পাদকের নামও। সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, জেলা সম্পাদক হিসেবে জামির মোল্লার নাম ঘোষণা করেন এদিন।
মুর্শিদাবাদ জেলা সিপিআইএমের শীর্ষে এই প্রথম কোনো সংখ্যালঘু মুখ দেখা গেল। জেলা কমিটিতে প্রবেশ করেছেন জেলার ছাত্র নেতা শাহনাওয়াজ ইসলাম, যুব নেতা সন্দীপন দাস,আনোয়ার সাদাত,বাবলুজ্জামান শেখ সহ মহিলা মুখ কৃপালিনী ঘোষ, জুঁই ভট্টাচার্যর মতো নেত্রীরাও। সিপিএমের বর্তমান জেলা সম্পাদক জামির মোল্লা আগামীতে কৃষক, জেলার বিড়ি শ্রমিক, অসংগঠিত শ্রমিক, পরিযায়ী শ্রমিক, সামশেরগঞ্জের নদী ভাঙন, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা ও রাজ্যে গণতন্ত্র ফেরানোর কাজে জোড় দেবেন বলে জানান। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে রেড ভলান্টিয়াররা জেলার ২৮টি ইউনিটেই লাগাতার কাজ চালিয়ে যাবে বলেও জানান প্রাক্তন যুব নেতা তথা বর্তমান জেলা সম্পাদক জামির মোল্লা।
জেলার মোট ৪৪টি এরিয়া কমিটির প্রতিনিধি নির্বাচনের পর, এদিন ঘোষণা হয় জেলা সম্পাদকের নাম। শূন্য থেকে শুরু হতে চলেছে প্রাক্তন যুব নেতার দ্বিতীয় ইনিংস। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার নব নির্বাচিত জেলা সম্পাদকের নেতৃত্বে সিপিআইএম কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার।