এনএফবি, মুর্শিদাবাদঃ
সােমবার জেলার প্রতিটি পুরসভা ও ব্লকে একটি করে বিদ্যালয়ে পড়ুয়াদের টিকাকরণ শুরু হয়েছে। এ ছাড়া প্রতিটি পুরসভা ও ব্লকে আরও একটি করে স্থায়ী করােনার টিকাকরণ কেন্দ্র করা হয়েছে। সেখানে বিদ্যালয়ের বাইরে থাকা ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ করা হবে। জেলা প্রশাসন সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় ১৫-১৮ বছর বয়সী পড়ুয়ার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৯৪ হাজার। আগামী ১৭ জানুয়ারির মধ্যে তাদের সকলের টিকাকরণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আজ টিকাকরণ কর্মসূচিতে যে সমস্ত পড়ুয়ারা টিকা নিয়েছে তাদের মতে, ভ্যাকসিন নেওয়ার পর স্কুল খুলে দেওয়া হোক ৷ সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ পুরো ভবিষ্যত নির্ভর করছে এই পরীক্ষাগুলোর ওপর ৷ সবে স্কুল যাওয়া শুরু হয়েছিল আবার করোনার প্রকোপে স্কুল বন্ধ হয়ে গেলো ৷ তাই দ্রুত টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করে স্কুল খুলে দেওয়ার পক্ষেই বেশির ভাগ পড়ুয়া মত প্রকাশ করেছে ৷