জেলা

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলো সব্যসাচী

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

অবশেষে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলো ডাক্তারি পড়ুয়া সব্যসাচী ৷ পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামের বাসিন্দা সব্যসাচী পাঁজা(২৫) গতকাল রাত ২ টা নাগাদ বাড়ি পৌঁছোয় ৷

জানা গেছে,সব্যসাচী ইউক্রেনের রুবজনির লুহানস্কে স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি কলেজের ছাত্র। ২০১৭ সালে ইউক্রেনে গিয়েছিলো ডাক্তারি পড়তে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার জন্য গত ১ মার্চ মঙ্গলবার রাত ৩ টে নাগাদ ট্রেনে করে সে পোল‍্যান্ডে যায়। তারপর ভারতীয় দূতাবাসের একটি প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। সঙ্গে ছিলো আরও কিছু ভারতীয় বন্ধু। ৩ রা মার্চ পোল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৩:১০-র ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেয় ৷ দিল্লিতে নামে পরদিন সকাল ৭ টা নাগাদ। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিনিধি দল তাকে বঙ্গ ভবনে নিয়ে যায়। পরে দিল্লি থেকে কলকাতায় পৌঁছোলে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিস থেকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয় সব্যসাচীকে । ছেলে বাড়ি ফেরায়, এই মুহুর্তে পাঁজা পরিবারে আনন্দের পরিবেশ। সব্যসাচীর বাবা গদাধর পাঁজা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে কোর্স সম্পূর্ণ করতে ইউক্রেনে ফিরে যেতে চায় সব্যসাচী ৷

তবে সব‍্যসাচীর কাতর অনুরোধ, আরও যারা এই কঠিন পরিস্থিতিতে ওইখানে আটকে আছে তাদের ও যেন খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।