এনএফবি, কোচবিহারঃ
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তিনি অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের সভাপতি ছিলেন। বর্তমান তিনি জেলবন্দী। সেই জেল বন্দী অবস্থায় অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের বাৎসরিক সভা অনুষ্ঠিত হলো কোচবিহারে। সেই সভা অনুষ্ঠিত হয় কোচবিহার কলেজে। সেখানে রাজ্যের বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আসেন প্রতিনিধি আসেন। সেখানে অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিল থেকে অপসারিত জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন সুবীরেশ। কোচবিহারে অধ্যক্ষ পরিষদের বৈঠকেই এদিন তাঁকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। তৈরি হচ্ছে অ্যাড হক কমিটি। আগামীদিনে পদাধিকারী নির্বাচন করবে এই কমিটি।
এদিন এবিষয়ে কোচবিহার অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের সদস্য দেব কুমার মুখার্জি জানান, আজ আমাদের অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। এই সভা রাজ্যের বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা উপস্থিত হয়েছেন। এই অধ্যক্ষ পরিষদের সদস্যদের উপস্থিতি কম হয় সভাপতি নির্বাচন করা সম্ভব হয়নি। এই অধ্যক্ষ পরিষদের সভাপতি যিনি আগে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য তিনি এখন জেলবন্দী অবস্থায় রয়েছেন। এই অধ্যক্ষ পরিষদের সাথে সঙ্গে তার কোন সম্পর্ক নেই। যেহেতু ভোটিং হয়নি সেই কারণে কুড়িজনের একটি অ্যাডোব কমিটি গঠন করা হয় সেই কমিটি পরবর্তীতে পদাধিকার নির্বাচন করবে বলে জানিয়েছেন তিনি।