এগিয়ে আসতে পারে গরমের ছুটি- ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

এনএফবি, কলকাতাঃ

করোনার প্রকোপ নিম্নমুখী হতেই প্রায় দু’বছর পর রাজ্যের স্কুলগুলির দরজা খুলতে না খুলতেই চোখ রাঙাচ্ছে গরম। এমন পরিস্থিতিতে পড়ুয়ারা কীভাবে স্কুলে যাবে ক্লাস করবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। উপরন্তু এই সময়েই চলছে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষাও। এমন পরিস্থিতিতে স্কুল খোলা থাকবে কি না তা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন শিক্ষা দফতরের কর্তারা। এমনকি বেলার বদলে সকালে স্কুল খোলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনেক স্কুলে একই বিল্ডিংয়ে প্রাতঃ বিভাগ এবং দিবা বিভাগের ক্লাস হয়। ফলে বেলার স্কুলের সময় এগিয়ে আনা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার বিষয়টি ভাবনা চিন্তা করছে শিক্ষা দফতর।
এ প্রসঙ্গে মঙ্গলবার শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সংবাদ মাধ্যমকে জানান,” প্রয়োজনে স্কুলের গরমের ছুটি এগিয়ে আসবে। সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। আমারা সমস্ত বিভাগের সঙ্গে কথা বলে রিপোর্ট নিচ্ছি। তা মুখ্যমন্ত্রীর কছে পাঠাচ্ছি।“
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী আগামী সোমবার সামান্য বৃষ্টি হতে পারে। সেই কথা উল্লেখ করে ব্রাত্য জানান,”সোম-মঙ্গলবারটা দেখে নিই। আর একটু পরিস্থিতি দেখে নিতে চাই।“ মন্ত্রী বলেন,” করোনার জন্য গত দু’বছর স্কুল বন্ধ ছিল। পড়াশুনায় তার প্রভাব পড়েছে। তাই গরমের ছুটি দেওয়ার আগে আর একটু পরিস্থিতিটা দেখে নেওয়া দরকার।“
উল্লেখ্য, ইতিমধ্যে কলকাতার সাউথ পয়েন্ট স্কুল পড়ুয়াদের জন্য তিন দিন আনলাইন ক্লাসের নির্দেশিকা জারি করেছে। সপ্তাহের বাকি তিন দিন স্কুলে আসতে হবে। একাধিক জেলার প্রাথমিক স্কুলে ক্লাসের সময়সীমা কোমীয়ে আনা হয়েছে।