জয়েন্টের রেজাল্টেও চমক কোচবিহারে, পঞ্চম কৌস্তুভ

জয়েন্টের রেজাল্টেও চমক কোচবিহারে

এনএফবি,কোচবিহারঃ

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর এবার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাতেও চমক কোচবিহারে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম হয়েছে কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র কৌস্তুভ চৌধুরী। আজ পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। সেই মেধাতালিকার চমক কোচবিহারেও। সে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়াদের মধ্যে প্রথম হয়েছিল।
এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ডের তরফে মলয়েন্দু সাহা। তিনি জানান, এবছর পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী। এবার জয়েন্টের পরীক্ষায় বসার জন্যে রেজিস্টার করেছিলেন এক লক্ষেরও বেশি পড়ুয়া। কিন্তু এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন। যার মধ্যে ৮০ হাজারেও বেশি পরীক্ষার্থী সফল হয়। বিভিন্ন বোর্ডের তরফেই পড়ুয়ারা জয়েন্টে বসেন। এমনকি ভিন রাজ্যের বেশ কিছু পড়ুয়াও জয়েন্টে বসে। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গে পড়ুয়াই সবথেকে বেশি ছিল বলে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রার্ন্স বোর্ডের তরফে।

জয়েন্টের রেজাল্টেও চমক কোচবিহারে
মিষ্টি মুখ কৌস্তভ চৌধুরীর। নিজস্ব চিত্র


এবছরের সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় দুজনেই হিমাংশু শেখর। প্রথম ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র, দ্বিতীয় জন শিলিগুড়ি নির্মাণ বিদ্যাজ্যোতি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, তৃতীয় সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ কলকাতার জাহ্নবী শ। পঞ্চম হয়েছে কোচবিহারের কৌস্তভ চৌধুরী।
এবার মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফল করেছিলেন কোচবিহারের ছাত্রছাত্রীরা। উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছিলেন এই জেলারই দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। জয়েন্টে এই জেলা থেকে পঞ্চম হওয়ায় খুশি শিক্ষানুরাগীরা।

আরও পড়ুনঃ জয়েন্টের মেধা তালিকা – NF Bangla Private Limited (newsfrontbangla.com)