স্থানীয়

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও

এনএফবি মুর্শিদাবাদঃ

আবাস যোজনার গ্রাহকদের চেকবুক, পাসবুক এটিএম কার্ড ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ।

অভিযোগ করা হয়েছে, ধুলিয়ান পুরসভার প্রায় সমস্ত ওয়ার্ডে কাউন্সিলররা নিজেরাই রেখে দিচ্ছেন আবাস যোজনায় টাকা পাওয়ার ব্যাংকের পাসবুক, এটিএম কার্ড এবং চেকবুক। রবিবার ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডে চেকবুক ফিরে পাওয়ার দাবিতে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ দেখান বেশকিছু এলাকাবাসী। এলাকাবাসীর দাবি বহুবার প্রাক্তন কাউন্সিলরের কাছ থেকে এটিএম কার্ড, চেক বুক, পাসবুক ফিরে পাওয়ার চেষ্টা করেও তারা ফিরে পাননি। এমন হকী এটিএম কার্ড ,পাসবুক, চেকবুক চাইলে একাধিক গ্রাহককে মারধর করার অভিযোগও ওঠে। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি মেহবুব আলম।

গ্রামবাসীরা আরও জানান, স্থানীয় থানা, পুর অফিস এবং এসডিও কে জানিয়েও কোনো লাভ হয়নি। শীঘ্রই এটিএম কার্ড ,চেক বুক পাসবুক ফেরত না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।