জেলা

তমলুকে মিনি ম্যারাথন

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

তমলুকের ইয়ুথ স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ২১ কিমি মিনি ম্যারাথন প্রতিযোগিতা। শুরু হয় মেছেদা কেটিপিপি মোড় থেকে তমলুক শহর ঘুরে শেষ হয় তমলুকের তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব সংলগ্ন শংকরআড়া বাসপুলে।

এই ২১ কিমি মিনি ম্যারাথনে দুটি বিভাগ করা হয় পুরুষ বিভাগ হয় ২১ কিমি এবং মহিলা বিভাগ হয় ১০ কিমি। মহিলা ১০ কিমি ম্যারাথন শুরু হয় ডিমারী বাস স্ট্যান্ড থেকে। এই মিনি ম্যারাথন এবছর ২৯তম বর্ষে পদার্পণ করল। এই ম্যারাথনে অংশ গ্রহণ করে, জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতারা।

মিনি ম্যারাথনের পুরুষ বিভাগের পুরস্কার ছিল পঞ্চাশ হাজার, তিরিশ হাজার টাকা, কুড়ি হাজার টাকা, দশ হাজার টাকা, পাঁচ হাজার টাকা সহ ট্রফি দেওয়া হয়, এবং মহিলা বিভাগে দশ হাজার, পাঁচ হাজার,তিন হাজার, দু’হাজার, এক হাজার টাকা-সহ ট্রফি দেওয়া হয়।

মিনি ম্যারাথন দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমায় কয়েকশো দর্শক, পাশাপাশি রাস্তার পাশে থাকা সমস্ত ক্লাব গুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

২১ কিমিতে প্রথম হয় অনুপম মাহাত, পশ্চিম মেদিনীপুর, দ্বিতীয় হয় অর্জুন টুডু ঝাড়খন্ড এবং তৃতীয় হয় শাহিনুর মোল্লা উত্তর ২৪ পরগনা। মহিলা বিভাগে প্রথম হয় মুক্তি বায়েন, দক্ষিণ ২৪ পরগনা দ্বিতীয় হয় আশা কুমারী, ঝাড়খন্ড এবং তৃতীয় হয় লাবনী সাহু পূর্ব মেদিনীপুর।