এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
হলদিয়া শালগাছিয়া খেলাঘরের পরিচালনায় অন্য বছরের মতো এবারেও তাম্রলিপ্ত ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল থেকে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২১মে। তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রে এই প্রতিযোগিতার প্রয়োজন আছে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ লক্ষ্ণন শেঠ ও প্রাক্তন ফুটবলার দিপেন্দু বিশ্বাস।
নকআউট পর্যায়ের এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেবে জানিয়েছেন আয়োজক কমিটির সচিব গোপাল সামন্ত ও সভাপতি সুব্রত জানা। খেলবে গোয়া, দিল্লি, পাঞ্জাব ও মিরাটের দলগুলির পাশে কলকাতার কাস্টটম, কালীঘাট মিলন সংঘ, টালিগঞ্জ অগ্রগামী ও সাদার্ন সমিতির মতো দল গুলি।
খেতাবজয়ী দলকে ৪ লাখ আর বিজেতা দলকে ৩ লাখ আর্থিক পুরস্কার দেওয়া হবে।