এনএফবি, বালুরঘাটঃ
সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যক্ষ্মা দিবস উদযাপন বালুরঘাটে। শুক্রবার বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জেলাশাসক ভবন চত্বর থেকে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়। জানা গেছে আগামী সাত দিন ধরে এই ট্যাবলোটি যক্ষ্মা রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে।
এ দিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ এই ট্যাবলো উদ্বোধন করেন। ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা মুক্ত বাংলা গড়তে তৎপর স্বাস্থ্য দপ্তর। তাই গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে-সহ বিশিষ্ট জনেরা।