এনএফবি, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মেজবানগছে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই কিশোরের নাম সূর্য সিংহ(৯)। সে তৃতীয় শ্রেণীর ছাত্র।
জানা গিয়েছে, ওই কিশোর এবং তার বন্ধু স্নান করতে চেঙ্গা নদীতে নামেন। এরপর এক বন্ধু নদী পার হয়ে গেলেও সূর্য নদীতে তলিয়ে যায়। এই দেখে আরেক বন্ধু চিৎকার করলে আসে পাশে থাকা লোকজন নদীতে খোঁজ শুরু করে তবে তার সন্ধান পায়নি । এরপরেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এনডিআরএস দলকে খবর দেওয়ার পর তারা এসে শুরু করে তল্লাশি।
তবে এখনও পর্যন্ত ওই কিশোরের দেহ উদ্ধার হয়নি। অপরদিকে এই ঘটনার পরেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।