এনএফবি, ওয়েব ডেস্কঃ
বিহারের রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দে পদার্পণ করেছে লালু প্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্র বিহারের সদ্য নির্বাচিত উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি সম্পর্কে সাম্প্রতিক টুইট করে আজ আবার খবরের শিরোনামে তেজস্বী ৷
আজ তিনি টুইটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বাড়িতে অফিস খোলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ৷ তিনি জানিয়েছেন, চাইলে সিবিআই, ইডি তার বাড়িতে অফিস খুলতে পারেন এবং যেকোন তদন্ত করতে চাইলে সহযোগিতার কোন অভাব হবেনা ৷
উল্লেখ্য ,বিহারের রাজনীতিতে তেজস্বী আজ উজ্জ্বল নক্ষত্র ৷ ২০২০ সালে নির্বাচনে হারলেও তেজস্বীর লড়াকু মনোভাব প্রশংসিত হয়েছিল বিরোধী শিবিরে। নির্বাচনে হারের পরও কিন্তু চেষ্টা ছাড়েননি তিনি। শেষমেশ তাঁর চেষ্টা সফল হল। বিহারের ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা গেল বিজেপিকে । যে নীতীশ কুমার ২০১৭ সালে বিরোধীদের হাত ছেড়ে বিজেপির হাত ধরেছিলেন, তাঁকেই ফিরতে হল বিরোধী জোটে। হ্যাঁ, তেজস্বী হয়তো মুখ্যমন্ত্রী হলেন না। কিন্তু পাটলিপুত্রে রাজনীতিতে যা গুঞ্জন তাতে সরকারের চাবিকাঠি থাকছে তাঁর হাতেই।