জেলা

মন্দিরে চুরির চেষ্টা, চাঞ্চল্য

এনএফবি, মালদাঃ

প্রাচীন ভৈরবী মন্দিরে চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে ঘিরে উদ্বেগে রয়েছেন বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর হিন্দু মিলন মন্দিরের ভৈরবী মন্দিরে। মন্দিরের জানালার রড কেটে বাঁকিয়ে দিয়েছে দুষ্কৃতিরা। তবে মূর্তি বা কোনো মূল্যবান জিনিস চুরি করতে পারেননি দুষ্কৃতিরা।প্রথমে ওই এলাকার লালু দাসের নজরে আসে ঘটনাটি। বৃহস্পতিবার ভোরে তিনি আমবাগান থেকে মন্দিরে যান। মন্দিরের বারান্দায় উঠতে ভাঙা জানালার দৃশ্য দেখতে পান তিনি। তৎক্ষণাৎ পাড়া প্রতিবেশীকে খবর দেওয়া হলে জড়ো হয় সকলে।সরজমিন খতিয়ে দেখেছে চাঁচল থানার পুলিশও।
মন্দির কমিটি ও এলাকাবাসী পুলিশি নিরাপত্তার দাবি তুলেছেন।কয়েক দশকে এইরকম ঘটনা চারবার ঘটেছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক সমরেন্দ্র নাথ দাস।তিনি বলেন,একবার চুরি হয়ে যাওয়ার পর পুলিশ মূর্তি উদ্ধার করেছিল।বারবার এমন ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছি আমরা।তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সীমানা প্রাচীর নির্মাণ করার দাবি তুলেছেন।পাশাপাশি পুলিশি নিরাপত্তার দাবি উঠেছে।

জানা গিয়েছে ওই মন্দিরে, মহামূল্যবান কষ্টি পাথরের তৈরী ভৈরবী মূর্তি সহ অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে।২০১৩ সালে পাশের পুকুর থেকে বেশ কয়েকটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়।সেগুলি মন্দিরেই রাখা হয়েছে।মূর্তি চুরি চেষ্টা চালিয়েছে দুষ্কৃতিরা বলে অভিযোগ কমিটির।ঘটনার বিবরণ নিয়ে চাঁচল থানায় লিখিত ভাবে জানাবেন বলে জানানো হয়েছে কমিটির তরফে।