এনএফবি, বিধাননগরঃ
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা। পুলিশের সাথে তর্ক বিতর্ক।রাস্তায় বসে বিক্ষোভ।
মঙ্গলবার সল্টলেকের স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে একগুচ্ছে দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো সকল আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের কাছে জমায়েত হয়। সেখান থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যাওয়ার কথা। তার আগেই পুলিশ তাদেরকে আটকে দেয়। সেই নিয়ে উত্তেজনা তৈরি হয়।
সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে এই দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের।
বকেয়া সমস্ত প্রাপ্য, করোনা ভাতা ১৫ হাজার টাকা বুঝিয়ে দিতে হবে। করোনা আক্রান্তদের বীমার ঘোষিত এক লক্ষ টাকা এবং মোবাইল প্রধান সহ ১২ দফা দাবিতে আজ স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের এই স্বাস্থ্য ভবন অভিযান।