এনএফবি, জলপাইগুড়িঃ
আইনের চোখে এখনও দোষী নয় নিখোঁজ জলপাইগুড়ি জেলার যুব তৃনমূল সভাপতি। তিনি একজন ফ্রন্ট লাইন ওয়ার্কার, দাবি গৌতম দেবের।
বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় নেতা এবং পঞ্চায়েত নির্বাচনে অংগ্রহণকারী তৃণমূল প্রার্থীদের নিয়ে এক বিশেষ বৈঠক শেষে এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।
উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে চলতি বছরের গত ১ এপ্রিল ঘটে যাওয়া জোড়া আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত জেলা যুব তৃনমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। অভিযুক্ত উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করে। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর থেকেই নিখোঁজ অভিযুক্ত যুব নেতা।
এ দিন দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৌতম দেব বলেন, এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়। কিন্তু দূর্ভাগ্য এই ঘটনাটিকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে।
অপরদিকে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে উত্তরবঙ্গের এই প্রবীন তৃণমূল নেতা জানান, ইতিমধ্যে জলপাইগুড়ি জেলায় ২৯টি গ্রাম পঞ্চায়েত আসনে দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।বেশ কিছু আসনে বিরোধীরা প্রার্থীও দিতে পারেনি।