মনোদীপ ব্যানার্জী, মুর্শিদাবাদঃ
“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম/আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম।”
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের ভুবন বাদ্যকরের স্বরচিত এই গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই গানের জন্যই দুবরাজপুর ব্লকের এক অখ্যাত গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাবু এখন সংবাদ শিরোনামে। তার গানের আনুকূল্যে এখন মুর্শিদাবাদ জেলাতেও জোর দমে চলছে বাদাম বিক্রি।
বহরমপুর শহরের বুক চিরে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে খুচরো বাদাম বিক্রেতা মুবারক খানের সাথে পরিচয় নেই বীরভূমের ভুবনের। তবে তাদের পরিচয়, তারা উভয়ই বাদাম বিক্রেতা। নিজের সংসার চালাতে উত্তর প্রদেশ থেকে মুর্শিদাবাদের বহরমপুরে শীতের মরসুমে বাদাম বিক্রি করতে এসেছে মুবারক খান। ভুবনের গানের দৌলতে তারও বাদাম ভালোই বিক্রি হচ্ছে, বলে জানায় তরুণ বাদাম বিক্রেতা মুবারক।
রাজস্থান থেকে আসা বাদাম ১০০ টাকা কেজি দরে কিনে তা বিক্রি করেই নিজের জীবন চালাচ্ছে রিয়াজ মহম্মদ খানও। শীত শেষ হলে তারাও ঘরে ফিরবে। তবে ভুবন বাদ্যকরের গাওয়া গানে তাদের ব্যবসায় যে লক্ষ্মী লাভ ঘটছে তা তাদের মুখের হাসিতেই প্রকাশ পায়। পথ চলতি মানুষজনের মুখেও এই গান শুনছেন তারা, ক্রেতা – বিক্রেতা উভয়ই গাইছেন একই গান আর কিনছেন বাদাম।