৭ মার্চ মাধ্যমিক, অ্যাডমিট কার্ড বিতরণের তারিখ ঘোষণা করল পর্ষদ

এনএফবি, কলকাতাঃ

করোনা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণের বাড়বাড়ন্ত। খুলছে স্কুল কলেজের দরজা। শিয়রে এবার মাধ্যমিক পরীক্ষা। শুরু হতে চলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ।

বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি ক্যাম্পের মাধ্যমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সকাল ১১ টা থেকে বিকেল ৫টার মধ্যে তা সংগ্রহ করতে হবে প্রধান শিক্ষকদের। বিতরণ করা অ্যাডমিট কার্ডে কোন ভুল থাকলে তা পর্ষদের আঞ্চলিক অফিসে ৪ মার্চের মধ্যে জানাতে হবে। এরপর ভুল সংশোধনের আর কোনও আবেদন মঞ্জুর করা হবে না।

৭ মার্চ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ১৬ মার্চ অপশনাল বিষয়ের পরীক্ষার মধ্যে দিয়ে তা শেষ হবে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও শুরু হয়েছে।

আরও পড়ুনঃ নতুন বছরে তিনটি উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর