এনএফবি, ঝাড়গ্রামঃ
গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারলো ঝাড়গ্রামগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পুরুলিয়া এক্সপ্রেস ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পুরুলিয়া থেকে যাত্রী বোঝাই করে সরকারি যাত্রীবাহী বাস ঝাড়গ্রাম আসছিল । বাঁশপাহাড়ি পেরিয়ে তামাজুড়ি ঢোকার আগে মাজুগোড়ার কাছে হঠাৎ করে রাস্তায় একটি গরু উঠে যায় । গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গাছে ধাক্কা মারে । বাসের চালক গরুকে বাঁচানোর চেষ্টা করলেও বাসের ধাক্কায় ঘটনাস্থলে গরুর মৃত্যু হয় । বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীরা এবং আহতদের উদ্ধার করে । খবর দেওয়া হয় বাঁশপাহাড়ি থানার পুলিশকে । আহতদের উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল পাঠানো হয় ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর আহতদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।