এনএফবি, কলকাতাঃ
রামপুরহাটের বগটুই গ্রামে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত অন্তত ৮ জন মানুষের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার স্থানীয় তৃণমূল নেতা তথা উপপ্রধান খুনের ঘটনার পরপরই এই ঘটনা ঘিরে সরগরম বাংলা।
এদিকে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে তদন্তে আস্থা রাখার কথা দাবি করছে সরকার।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বিজেপির বিধায়কদের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার পথে পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায় ল্যাংচা খাওয়ার দিকে ইঙ্গিত করে কটাক্ষ করেন। যদিও বিজেপির তরফ থেকে এই কটাক্ষের কোন উত্তর দেওয়া হয়নি। শুধু মুখ্যমন্ত্রী নয়, তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ল্যাংচা খাওয়ার ভিডিও পোস্ট করতে দেখা গেছে।
বিজেপির পিকনিক 2.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 23, 2022
গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর।
তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে?
উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন। pic.twitter.com/1ACWCp3vVW
আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। বাইক আরোহী হয়েই সেলিমকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখা যায়। সেখানে পৌঁছে সেলিম, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।