এনএফবি, নিউজ ডেস্কঃ
জম্মু কাশ্মীরের একটি পোর্টালের সম্পাদক ফাহাদ শাহকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে প্রেস বিবৃতি প্রকাশ করল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া। একইসঙ্গে গ্রেফতার হওয়া সম্পাদককে অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছে জাতীয়স্তরে সংবাদপত্র সম্পাদকদের এই সংগঠন। রাষ্ট্র যাতে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণে এফআইআর, জেরা, ভয়ভীতি এবং অন্যায়ভাবে আটক করাকে অস্ত্র হিসাবে ব্যবহার না করে তাও নিশ্চিত করার দাবি জানিয়েছে গিল্ড।
উল্লেখ্য, দেশ বিরোধী কাজের অভিযোগে জম্মু কাশ্মীর ভিত্তিক একটি নিউজ ওয়েবসাইটের সম্পাদক ফাহাদ শাহকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ।উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ভূমিকার সমালোচনা করেছিলেন তিনি। সম্প্রতি পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে চার জঙ্গির নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিল ফাহাদের পোর্টাল। বলা হয়েছিল, ভুয়ো এনকাউন্টারে মারা হয়েছে এক জঙ্গিকে। সম্পাদককে গ্রেফতারের পর, কাশ্মীর পুলিশ, দেশ বিরোধী প্রচার করে মানুষকে আইনভঙ্গে প্ররোচিত করার অভিযোগ তোলে।