এনএফবি, কোচবিহারঃ
জমির উপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার নিয়ে যাওয়ার ৭/৮ মাস পরেও ক্ষতিপূরণ না মেলায় জেলা শাসকের দ্বারস্থ হলেন একদল কৃষক। আজ কোচবিহার জেলাশাসকের দপ্তরে এসে স্মারকলিপি জমা দিয়ে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ না মেলার কথা জানান মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড় শৌলমারি ও রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কৃষকরা।
গ্রামবাসীদের দাবি, মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড় শৌলমারি ও রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কৃষকদের কাছে জমি চাওয়া হয় ৭/৮ মাস আগে। সেই সময় তাঁদের কাছে জমির নথিপত্র নিয়ে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তখন ৯৯ বছরের এগ্রিমেন্টের কথা বলা হয় বলে দাবি ওই কৃষকদের। কিন্তু কয়েকদিন ধরে তাঁদের ওই জমিতে কোন নোটিশ না দিয়েই বিদ্যুতের হাই টেনশন তার বসানো শুরু করে দিয়েছে। কিছুদিন আগে তাঁদের কাছে একটা সামান্য টাকার চেক আসে। যার পরিমাণ এতটাই কম যা তারা মেনে নিতে পারছেন না বলে জানান। পরে তারা ওই কোম্পানির কর্মীদের বিষয়টা জানায়। তারপর কোম্পানির লোক পুলিশ নিয়ে এসে তাদেরকে ধমক দেয় এবং বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এই নিয়ে মাথাভাঙ্গার মহকুমা শাসককে বিষয়টি জানানো হলেও সে রকম কোন সদুত্তর পাওয়া যায়নি। সেই কারণে আজ জেলা শাসকের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন।