ক্রীড়া

স্টপ গ্যাপ অধিনায়ক চাইছেন প্রাক্তন নির্বাচক প্রধান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

তিনি যখন পনেরো বছর আগে ভারতের ক্রিকেট দলের প্রধান নির্বাচক ছিলেন তখন ভারতীয় ক্রিকেট এখনকার মত টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যায়।ইংল্যান্ড থেকে সিরিজ জিতে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। সকলে ভাবেন যে সেই সময়ে মহেন্দ্র সিং ধোনি টেস্ট অধিনায়ক হবেন। কিন্তু সেটা হয়নি । সেই সময়ে দলের সিনিয়র ক্রিকেটার অনিল কুম্বলেকে দিলীপ বেঙ্গসরকারের নেতৃত্বের নির্বাচকমন্ডলী টেস্ট ক্যাপ্টেন করে। এবং কুম্বলে খুব সফল হন টেস্ট অধিনায়ক হিসেবে। সেই উদাহরণ টেনেই ভারতীয় ক্রিকেটের কর্ণেল এক সাক্ষাৎকারে জানান,”মজার ব্যপার হল, রাহুল দ্রাবিড় যখন অধিনায়কত্ব ছাড়ে তখন এই একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল আমার কমিটি। সামনেই অস্ট্রেলিয়া সফর ছিল। অনেকেই ভেবেছিল এমএস ধোনিকে অধিনায়ক করা হবে, কিন্তু আমরা অনিল কুম্বলেকে বেছে নিয়েছিলাম। (অধিনায়ক হিসেবে) দারুণ করেছে অনিল। আর ধোনি তৈরী হয়েছিল,পরে ধোনিও সফল হয়।” বর্তমান পরিস্থিতি বিচার করে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন,”এখন কিন্তু অবস্থা অনেকটা তেমনই। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন, তা হলে আমার মতে বর্তমানে বিসিসিআই-এর উচিৎ কোনও স্টপ গ্যাপ অধিনায়ক নিযুক্ত করা। এক বছর বা তারও বেশি কিছু সময়ের জন্য রোহিত শর্মা বা রবিচন্দ্রন অশ্বিনকে এই দায়িত্ব দিতে পারে বোর্ড এবং সেই সময়ের মধ্যেই তৈরি করা হোক ভবিষ্যতের অধিনায়ককে।” ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন অধিনায়কত্বের প্রভাব পড়েনি বিরাটের ব্যাটিংয়ে। তিনি বলেন, “একজন অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে পাঁচ বছর স্বপ্নের দৌড়ে ছিলেন কোহলি। ওর ব্যাট হাতে বর্তমান পারফরম্যান্স সম্পর্কে বলতে হলে আমি বলব ভারতীয়রা অনেক বেশি মতামাতি করে পরিসংখ্যান নিয়ে। আমি পরিসংখ্যানকে বিশ্বাস করি না।” বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পরেই টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। ভারতীয় টেস্ট অধিনায়কের পদ থেকে বিরাট কোহলির অপ্রত্যাশিত পদত্যাগের ফলে ভারতীয় টেস্ট দলের নয়া অধিনায়ক নির্বাচন করা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ হলেই ভারতের নতুন টেস্ট অধিনায়কের নাম জানা যাবে বলে শোনা যাচ্ছে। ভারতের মাটিতে পরের শ্রীলঙ্কা সিরিজ থেকেই সেই নতুন অধিনায়ক দায়িত্ব সামলাবেন।