ভাবনা’ আয়োজিত নৃত্যানুষ্ঠান ঘিরে উন্মাদনা

এনএফবি, কলকাতাঃ দক্ষিণ কলকাতার শরৎ সদনে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান। স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ভাবনা’র উদ্যোগে গত ২ অক্টোবর অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশববিদ্যালয়ের নৃত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ড. পুষ্মিতা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা হলেন সুবীর ঠাকুর, সুনন্দ মুখোপাধ্যায়, শুভাশীষ সরকার, সৌরভ চক্রবর্তী, সুব্রত পণ্ডিত, সৌরভ রায়, নন্দনী চক্রবর্তী, দেবস্মিতা মুখ্যার্জী ব্যানার্জী, অরুনাভ বর্মন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘ভাবনা’-র কর্ণধার শ্রীমতী অর্পিতা দত্ত। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ দিনের অনুষ্ঠানের সূচনা হয়। তারপরেই ভারত নাট্যম পরিবেশন করেন অরুনাভ বর্মন। ভবনার নৃত্যশিল্পীরা পরিবেশন করেন মহাভারতের বিষয় বস্তুর উপর নির্মিত নৃত্য।এই নৃত্যানুষ্ঠান দর্শকদের বহুল প্রশংসা লাভ করে। অনুষ্ঠান মঞ্চ থেকেই অংশগ্রহণকারী শিল্পীদের সম্মানিত করা হয়। এই অনুষ্ঠান ঘিরে আয়োজক দর্শক অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উদ্দীপনা দেখা যায়।

YouTube player