হাতির হানা থেকে বাঁচাতে বুড়ো বাবার পুজো ঘিরে উন্মাদনা

এনএফবি, আলিপুরদুয়ারঃ

বাংলার গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক বিচিত্র কাহিনী। হাতির হামলা থেকে বাঁচতে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া দক্ষিন সাতকোদালি গ্রামে ১৯৭৯ সাল থেকে হাতি পুজা করেন গ্রামের বাসিন্দারা।

স্থানীয়রা এই পুজোকে বুড়ো বাবার পুজো বলেন। পৌষ মাসের কৃষ্ণ পক্ষের মঙ্গল বা শনিবার বিশেষ তিথিতে এই পুজা হয়। এই পুজোকে ঘিরে সাতকোদালি, বঞ্চুকামারি, ফসকার ডাঙ্গা, চাপাতলি সহ চার পাঁচটি গ্রামের মানুষেরা ভিড় করেন।

একদিনের এই পুজো উপলক্ষে পাত পেড়ে কয়েকটি গ্রামের মানুষেরা খিচুড়ি খান।

গ্রামবাসিরা জানাচ্ছেন পৌষ মাসের এই সময় পাকা ধান ঘরে তোলেন। কিন্তু বনাঞ্চল থেকে হাতি বেড়িয়ে ফসলের ক্ষেত থেকে বাড়ি ঘর সব ধ্বংস করে। কিন্তু ১৯৭৯ সালে এই বুড়া বাবার পুজো শুরু হওয়ার পর এখানে হাতির হামলা অনেক কমে গেছে।

পৌষ মাসের কৃষ্ণ পক্ষে এই পুজোর পরের দিন থেকে আর এই গ্রামমুখী হয় না হাতি। তাই ভক্তি ভরে এখানে গ্রামবাসীরা পুজো দেন। অনেকে অনেক মানতও করেন।