এনএফবি, নিউজ ডেস্কঃ
শীতকালীন অধিবেশনে সম্ভবত ক্রিপ্টোকারেন্সি বিল পেশ করা থেকে বিরত থাকবে সরকার। সংবাদ সূত্রে জানা গেছে, এটি অত্যন্ত জটিল একটি বিল যার বিভিন্ন দিক আছে। তাই এ বিষয়ে এখনও আলোচনা পর্যালোচনা বাকি আছে। যখনই এ বিল পেশ হোক না কেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। কারণ, সরকারের কাছে গ্রাহক সুরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অপরদিকে ন্যাশানাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চ(NCAIR) আয়োজিত এক সভায় আন্তর্জাতিক অর্থ ভান্ডারের(IMF) মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ ডিজিটাল মুদ্রার উপর নিষেধাজ্ঞার পরিবর্তে নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করেছেন। তিনি মনে করেন, উন্নয়নশীল দেশগুলি ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হতে পারে বলেও জানিয়েছেন। গীতার মতে, আন্তর্জাতিক নীতি গৃহীত না হলে কোনও দেশের পক্ষে এককভাবে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার উদ্যোগ সফল হওয়া কঠিন। কারণ, সীমান্তের সীমারেখা না মেনে বিশ্বের যে কোনও দেশ থেকেই ক্রিপ্টোকারেন্সির কারবার চালানো সম্ভব।