অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। লতার ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল সর্বজন বিধিত। আর এই সুরের জাদুকরকে সম্মান জানাতে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদে প্রথম ওয়ান ডেতে ভারতীয় ক্রিকেটাররা সকলেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে। লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকজ্ঞাপন করতেই, রোহিতরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন বলে আগেই জানিয়েছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। সেইমতোই সকলের জার্সিতেই কালো ব্যান্ড স্পষ্ট। তবে শুধু কালো আর্মব্যান্ড পরাই নয়, ‘কোকিলকন্ঠী’র প্রয়াণে শোক পালনে, মাঠে ভারতীয় পতাকাও অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিরাট কোহলি থেকে সচিন তেন্ডুলকর, লতার প্রয়াণে সকলেই ইতিমধ্যে নিজেদের তরফে শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে মাঠেও এই কাণ্ড, কিংবদন্তি গায়িকা যে সর্বস্তরে পূজিত এবং সম্মানিত হতেন, সেই কথাই প্রমাণ করে। প্রসঙ্গত লতা ছিলেন একজন প্রকৃত ক্রিকেটপ্রেমী।