এনএফবি, কলকাতাঃ
বাংলায় একের পর এক তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে নবান্নে জরুরি মিটিং ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ দিনের বৈঠকে উপস্থিত থকবেন বর্ষীয়ান আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, রাজ্য বার কাউন্সিলের সভাপতি অশোক কুমার দেব।
উল্লেখ্য, গত কুড়ি দিনে আদালতও রাজ্যের ৭ টি মামলার তদন্তভার দিয়েছে সিবিআই-কে। মঙ্গলবার রাতে উচ্চ আদালত হাঁসখালি মামলার তদন্তের দায়িত্ব তুলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এখনও বেশ কয়েকটি সিবিআই তদন্তের আবেদন আদালতে জমা হয়ে আছে। এরপূর্বে এসএসসি নিয়োগ মামলা, নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলা, রামপুরহাট হিংসা মামলা, ঝালদায় কাউন্সিলর হত্যা মামলা, ঝালদায় কাউন্সিলর হত্যা মামলার প্রধান সাক্ষির মৃত্যু মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই।
রাজ্যে একের পর এক ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারপ হাতে যাওয়ায় রাজ্য সরকারের উপর চাপ বাড়ছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।