অবৈধ সুদ কারবারিদের দৌরাত্ম, হেনস্থার শিকার সংবাদকর্মীও

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বুনিয়াদপুর শহর জুড়ে গজিয়ে ওঠা অবৈধ চড়া সুদ কারবারিদের দৌরাত্ম্যে হিমশিম শহরবাসী। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। ঘটনায় থানায় লিখিত অভিযোগ। ঘটনার তদন্তে পুলিশ।

বেশ কয়েক মাস ধরে বুনিয়াদপুর শহরে গরিব মানুষদের চড়া সুদে টাকা ধার দেওয়ার অভিযোগ উঠছিল একশ্রেণীর অবৈধ সুদ কারবারি ব্যাবসায়ীদের বিরুদ্ধে। অভিযোগ টাকা দেওয়ার সময় গরিব মানুষদের শতকরা ২ শতাংশ হারে সুদের কথা বলা হলেও পরবর্তীতে সেটি শতকরা ৫ শতাংশ কিংবা তার থেকেও বেশি সুদ নেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি শর্ত না মানা হলে জোর জবরদস্তি করে মারধর এবং বাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। এমনই একটি ঘটনার কথা জানতে পারেন সংবাদমাধ্যমের কর্মীরা। খবর সংগ্রহ করতে বুনিয়াদপুর ১০নং ওয়ার্ডে পৌঁছান এক সংবাদকর্মী।
ঘটনাস্থলে দেখা যায়, চড়া সুদের কারবারী ব্যবসায়ী পেশায় বংশীহারি হাইস্কুলের পার্শ্বশিক্ষক বকুল কুমার এবং রুমু পাল-সহ তার দলবল সুদের টাকার এক দাবিতে গরিব পরিবারের সদস্যদের মারধর করছে। সেই দৃশ্য সাংবাদিক ক্যামেরায় বন্দি করতে গেলে তার উপর চড়াও অভিযুক্ত সুদের অবৈধ কারবারিরা। সংবাদকর্মীকে চরম হেনস্তার পাশাপাশি খবর সংগ্রহে বাধা এবং গায়ে হাত তোলার অভিযোগও ওঠে। পুরো ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত সাংবাদিক।

জানা গেছে সরকারি বৈধতা না থাকা সত্ত্বেও শহরের বুকে দিনের পর অবৈধ ভাবে চড়া সুদের কারবারিদের দৌরাত্ম্য বেড়ে চলেছে এবং গরিব মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে সর্বস্বান্ত করা হচ্ছে।