ফের চালু হল কুরলা এক্সপ্রেস

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘ আড়াই বছর পর আজ থেক পুনরায় চালু হল কুরলা এক্সপ্রেস। করোনা কালে বন্ধ হয়ে গিয়েছিল ১৮৩০ আপ কুরলা এক্সপ্রেস। শালিমার থেকে যাওয়ার পথে মেচেদা রেল স্টেশনে দাঁড়াল কুরলা এক্সপ্রেস। এতে গোটা পূর্ব মেদিনীপুর জেলার পান চাষি থেকে শুরু করে ফুল চাষিরা উপকৃত হবেন ৷ কারণ দীর্ঘদিন ধরে চাষিদের মূলত দাবি ছিল মেচেদা থেকে পণ্যবাহী ট্রেন চালানোর। বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন কাজ হয়নি ৷ অবশেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়ে ছিলেন পান চাষিরা।

নিজস্ব চিত্র

পান চাষি সংগঠনের সদস্যরা জানান যে, গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমরা অনুরোধ জানিয়েছিলাম ৷ ৮ দিনের মধ্যে রেল দপ্তরের সাথে কথা বলে কুরলা এক্সপ্রেস আজ থেকে যাত্রা শুরু করল মেচেদা স্টেশন থেকে। প্রথম দিনেই ট্রেনটি সুসজ্জিত ফুল দিয়ে সাজিয়ে এবং চালককে সংবর্ধনার ও মিষ্টি মুখের মাধ্যমে আজ থেকে যাত্রা শুরু করলো শালিমার মেচেদা কুরলা এক্সপ্রেস।

নিজস্ব চিত্র