বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডিএসও-টিএমসিপি হাতাহাতি

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্য সরকারের স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটের ডাক দেয় এআইডিএসও। ধর্মঘট সফল করতে সকাল থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করে সংগঠনের কর্মীরা। পাশাপাশি ধর্মঘট ভাঙতে হাজির হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

ধর্মঘটী এবং বিরোধীদের বচসা বাধে। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

ঘটনায় বিবেকানন্দ বর্মন নামে ডিএসও-র এক কর্মী আহত হয় বলে জানা গেছে।
ইতিমধ্যেই তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডিএসও-র অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাবাহিনী তাদের উপর আক্রমণ করে। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কোতওয়ালী থানার পুলিশ। বর্তমানে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন রয়েছে পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

1 thought on “বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডিএসও-টিএমসিপি হাতাহাতি

Comments are closed.