অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে। সুভাষ দুই প্রধানে খেলার পাশাপাশি ইস্টবেঙ্গলকে আশিয়ান কাপ জিতিয়েছেন, তেমনই পরপর দুবার জাতীয় লিগও দেন। এদিন তার প্রয়াণের পরে সুভাষের পরিবারের সঙ্গে দেখা করার পরেই লাল হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান, “আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪টের সময় ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা আয়োজন করা হবে। প্রাক্তন খেলোয়াড়, ওর সতীর্থরা উপস্থিত থাকবেন। পুরোটাই হবে করোনা মেনে। এ ছাড়াও সুভাষদার বিভিন্ন কীর্তি নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হবে। আশিয়ান কাপ হাতে নিয়ে ওর একটি স্ট্যাচুও থাকবে সেখানে। সেই কাজও শেষ হয়ে এসেছে।”
আরও পড়ুনঃ সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
স্মরণসভা আয়োজন করবে মোহনবাগানও। অর্থসচিব দেবাশিস দত্ত জানালেন, “দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে সামনের ৩ বা ৪ ফেব্রুয়ারী স্মরণসভা হবে উনার।” এদিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকেও শোকবার্তা পাঠানো হয়। সভাপতি প্রফুল প্যাটেল জানান, “সুভাষ দার চলে যাওয়া ভারতীয় ফুটবলের জন্য একটা বড়ো ক্ষতি। উনাকে মিস করবে ফুটবল। ভারতীয় ফুটবলে উনার অবদান ভোলার নয় । উনার পরিবারকে সমবেদনা জানাছি।” ফেডারেশন সচিব কুশল দাস জানান,”ভারতীয় ফুটবলের জন্য উনি অনেক কিছু করেছেন। সমবেদনা জানাচ্ছি উনার পরিবারকে। যতদিন ফুটবল থাকবে উনি থাকবেন ক্লাব কেরিয়ারে মোট ২৭টি ট্রফি জিতেছিলেন সুভাষ।”