এনএফবি, মুর্শিদাবাদঃ
টেট পরীক্ষার দিনে সকাল থেকে জেলার সদর শহর-সহ বিভিন্ন ব্লকে যানজট। পরীক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছে- সঠিক সময়ে হয়তো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে না।
রবিবার সকাল থেকে যানজটের এই চিত্র শুধু বহরমপুর নয় বেলডাঙা, নবগ্রাম, কান্দি-সহ জেলার বিভিন্ন ব্লকেও দেখা যায় বলে জানা গেছে।
জট যন্ত্রণায় বহরমপুর বাসস্ট্যান্ডে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বিকলাঙ্গ ছেলেকে হুইলচেয়ারে বসিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে পায়ে হেঁটে রওনা দেয় বাবা- এমন চিত্রও ধরা পড়েছে এনএফবি সাংবাদিকের ক্যামেরায়। ডোমকল থানার শিবনগর এলাকার বাসিন্দা ওই পরীক্ষার্থী রবিউল ইসলাম ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান, গাড়ি ভাড়া করে পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি। রবিউলের পরীক্ষা কেন্দ্র বহরমপুর থানার অন্তর্গত সাহাজাদপুরের একটি বিদ্যালয়ে।
এমন গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার দিনে এই পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন পরীক্ষার্থীরা।