এনএফবি, জলপাইগুড়িঃ
পশু প্রেম! দুর্ঘটনায় আহত ষাঁড়কে দেখে গাড়ি থেকে নেমে ষাঁড়ের সুস্থতা করতে লাগল এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে আসাম মোড়ের কাছে সুভাষ নগর এলাকায়।শনিবার সকালে এই এলাকায় একটি ষাঁড়কে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি লরি। এরপর স্থানীয় মানুষ ও পশু বন্ধু অরিন্দম বিশ্বাস ষাঁড়ের প্রাথমিক চিকিৎসার করা শুরু করে। সেই মুহূর্তে গাড়ি করে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। ষাঁড়ের এই অবস্থা তিনি গাড়ি থেকে দেখতে পান। সাথে সাথে চলন্ত গাড়ি থামিয়ে ষাঁড়টির সেবা সুস্থতা করতে লাগেন। খবর দেওয়া হয় পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জীকে। তিনি সাথে সাথে একটা গাড়ি পাঠিয়ে দেন। এরপর গোশালায় ষাঁড়টিকে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।