স্থানীয়

উদ্বোধনের আগেই ভাঙা হল ফলক,শোরগোল হলদিয়ায়

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর হলদিয়া শিল্পাঞ্চলে বহুদিনের দাবি ছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের। ২০১৬-২০১৭ সাল নাগাদ বর্তমান রাজ্য সরকারের পরিবহণ দপ্তর হলদিয়া বন্দরের কাছ থেকে জায়গা নিয়ে কয়েক কোটি টাকা দিয়ে সেই জায়গা তুলে দিয়েছিলেন হলদিয়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান শ্যামল আদকের হাতে। কাজও শুরু হয়েছিল,কিন্তু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করতে গেলে টাকা দরকার। সেজন্যই স্থানীয় হলদিয়া রিফাইনারি বেসরকারি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা তারা এগিয়ে আসেন এই কাজের জন্য। তারা ইতিমধ্যে এক কোটি টাকা পুরসভাকে দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই জায়গা হস্তান্তর হবে হলদিয়া রিফাইনারি আধুনিক বাস স্ট্যান্ড তৈরি করতে। যেখানে একসঙ্গে ৭৫টি বাস দাঁড়াতে পারবে এবং বাসের ড্রাইভার হেলপার এবং যাত্রীরা যারা দূরে যাবেন তারা এসে রাত্রিযাপনও করতে পারবেন এই অত্যাধুনিক বাসস্ট্যান্ডে। এই ধরনের একটি আধুনিক মানের বাসস্ট্যান্ড করার লক্ষ্য নিয়ে হলদিয়া পুরসভা এবং হলদিয়া রিফাইনারি এগিয়ে ছিলেন।

আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে ফুল চাষে জোর, উদ্যানপালন বিভাগের

কিন্তু আজ উদ্বোধনের কয়েক ঘণ্টা আগেই উদ্বোধনের ফলক কে বা কারা ভেঙে দেয়। তড়িঘড়ি উপস্থিত হন হলদিয়া পুরসভার পুর আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। এদিকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী কটাক্ষ করে বলেন, “সব দোষ নন্দ ঘোষ। ওরা বিজেপি ভূত দেখছে। নিজেদের দলের লোক ওইকাজ করছেন, আর দোষ পেতে হয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের। আমরা বলব যে আগামী দিনে সঠিক তদন্ত করে এই সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

আরও পড়ুনঃ কবে শতরানে ফিরবেন কোহলি, উত্তর নেই কারোর