স্থানীয়

সেতুর দাবি পূরণের প্রতিশ্রুতিই সার, ক্ষুব্ধ এলাকাবাসী

এনএফবি, আলিপুরদুয়ারঃ

১৯৯৩ সালের বিধ্বংসী বন্যায় উত্তর দেওগাঁও জেলা পরিষদের রায়পাড়ার রাস্তাটি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে বিচ্ছিন্ন অবস্থাতেই রয়েছে রাস্তাটি ।

এলাকাবাসীদের দীর্ঘদিনের সেতুর দাবি আজও পূরণ করেনি ডান বাম কোন দলই ।ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। গত বছর বিচ্ছিন্ন হওয়া রাস্তা পরিদর্শনে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য শেফালী নট্য। এলাকা পরিদর্শনে গেলে সেসময় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে বিচ্ছিন্ন রাস্তায় সেতুর দাবি পূরণে কেউই এগিয়ে আসছে না। দীর্ঘদিন ধরে বহু আবেদন নিবেদনের পর সেতু নির্মাণে উদ্যোগ গ্রহণ করেননি কেউই। বর্ষার বৃষ্টিতে একবুক জল পেরিয়ে যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের। এরপর সবশুনে পরিস্থিতি সরেজমিনে দেখে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে যান তিনি। তবে ফের একবছর অতিবাহিত হয়ে গেলেও পূরণ হয়নি প্রতিশ্রুতি। বর্ষা শুরু হতেই এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী সহ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলে না।ভোটের সময় ছাড়া নেতাদের দেখা মেলে না।সামনের পঞ্চায়েত ভোটে এর উত্তর ভোট বাক্সে দেবেন বলে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা।

নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ছায়া রায় ডাকুয়া এলাকাবাসীর অভিযোগ স্বীকার করে নিয়ে বিষয়টি জেলা পরিষদের নজরে আনবেন বলে জানান।

নিজস্ব চিত্র